২০১৮ সালের ১ অক্টোবর প্রজন্ম পাবলিকেশন তাদের সাহিত্য ভ্রমণের সূচনা করে। শুরু থেকেই আমরা পাঠকদের উপহার দিয়ে আসছি অনন্য ও স্মরণীয় সব বই। প্রথম প্রকাশিত গ্রন্থ “কয়েদী ৩৪৫”। প্রকাশিত শতাধিক বইয়ের পাশাপাশি— “কেষ্ট কবি”, “কেষ্ট কবির কষ্টগুলো”, এবং “কেষ্ট কবির কনফারেন্স”— বাংলা সাহিত্যে নতুন ধারার টটোগ্রাম ব্যবহারের এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইংরেজ কবির সেই কালজয়ী উক্তি—
“আমাকে বেড়ে ওঠার, মুক্তভাবে বলার, এবং বিবেক অনুসারে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দিন—সব স্বাধীনতার ঊর্ধ্বে এই স্বাধীনতা”
—এই দর্শনই প্রজন্ম পাবলিকেশন ধারণ করে এগিয়ে চলেছে। আমাদের মূলমন্ত্র— “মুক্তচিন্তায় স্বাধীনতা”— যা উন্মুক্ত মনের বিকাশে উৎসাহ জোগায়।
প্রজন্ম পাবলিকেশন বাংলা সাহিত্যে সমৃদ্ধি আনার লক্ষ্যে, গভীর চিন্তাধারায় ভরপুর সুনিপুণ বই প্রকাশে অঙ্গীকারবদ্ধ। উৎকর্ষতার প্রতি আমাদের অবিচল প্রতিশ্রুতি দেশের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে চায়।
শুধু সাহিত্য নয়, সমাজের কল্যাণকেও আমরা সমান গুরুত্ব দিই। আমরা এমন বই প্রকাশ করি যা পাঠক ও সমাজ উভয়ের জন্য ইতিবাচক প্রভাব ফেলে। শুরুতে কেবল পেপারব্যাক প্রকাশ করলেও এখন আমাদের প্রকাশনায় রয়েছে পেপারব্যাক, হার্ডকভার, ই-বুক এবং অডিও বুক— নানা ধরনের বাঁধাই ও ফরম্যাট।
আমাদের নিজস্ব প্রোডাকশন ও মার্কেটিং টিম পেপারব্যাক ও হার্ডকভার বইয়ের প্রকাশনা সামলায়। ই-বুকের জন্য বইটই, সেইবই, রকমারি, বইঘর এবং বইফেরি-এর মতো প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করি। আর অডিওবুক প্রকাশে বইটই-এর সঙ্গে রয়েছে আমাদের বিশেষ চুক্তি।
প্রজন্ম পাবলিকেশন বিশ্বাস করে— শব্দের শক্তি বদলে দিতে পারে সমাজ ও সময়। তাই আমরা প্রতিটি বই প্রকাশের মাধ্যমে রেখে যেতে চাই এক উজ্জ্বল সাহিত্যিক ও সাংস্কৃতিক উত্তরাধিকার।