দীর্ঘ আট মাস যাবত এক অনুসন্ধানের পিছনে ছুটে বেড়িয়েছেন সাংবাদিক রানা আইয়ুব। এই জীবনবাজী রাখা অনুসন্ধানের ফল “গুজরাট ফাইলস”। অনুসন্ধানের বিষয়বস্তু ছিল গুজরাট দাঙ্গা, সাজানো বন্দুকযুদ্ধে নিরীহ মুসলিমদেরকে নির্মমভাবে হত্যা এবং গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হরেন পান্ডিয়ার হত্যার রহস্য। প্রতি মুহূর্তে মৃত্যুর সমূহ সম্ভাবনা স্বত্বেও এই অনুসন্ধান অব্যাহত রেখে তিনি উদর ফুরে বের করে এনেছেন অসংখ্য বিস্ময়কর তথ্য।
২০০১-১০ সালের মধ্যে যে সব সরকারী আমলা ও পু্লিশরা গুজরাটে সর্বোচ্চ পদে ছিলেন, ছদ্মবেশে তাদের সাক্ষাৎকার নিয়েছেন রানা আইয়ুব। তাঁর অনুসন্ধান দেখিয়ে দিয়েছে কীভাবে মানবতার বিরুদ্ধে অপরাধে জড়িত থেকেছে গুজরাট রাজ্য প্রশাসনের কর্মকর্তারা। বইটি থেকে জানা যায় নরেন্দ্র মোদি এবং বর্তমানে বিজেপি-র সভাপতি অমিত শাহের হাড়-হিম-করা ভূমিকার কথা। আরো জানা যায় মোদী-অমিতের গুজরাট থেকে দিল্লির মসনদ অভিমুখী যাত্রা পথকে কীভাবে মসৃন করে তুলেছিল এসকল ঘটনা। তদন্ত কমিশনের সামনে যেসকল কর্মকর্তাদের স্মৃতিশক্তি লোপ পেয়েছিল, তাঁদের বক্তব্যেই উন্মোচিত হয়েছে এক নির্মম ও ভয়াবহ সত্য।
Najiur Rahman –
বইটির মাধ্যমে সাংবাদিক রানা আইয়ুব যে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন তার জন্য ধন্যবাদ। ভারতের শাসক গোষ্ঠীর নগ্ন চিত্র ফুটে উঠেছে
Md Mustafizur Rahman Mridul –
অনেক ভালো বই। তথ্যবহুল বই।
Shaon –
সকলের একবার পড়া উচিত এই বইটা, ভারতীয় মোদি সরকারের মুখোশ খুলে দিতেছেন রানা আইয়ুব।
giasuddin kaisar –
বইটা পড়ে অনেক কিছু জানতে পারলাম
Mehedi –
অসাধারণ একটি তথ্যসমৃদ্ধ বই।
MAHMUD –
দীর্ঘ আট মাস যাবত এক অনুসন্ধানের পিছনে ছুটে বেড়িয়েছেন সাংবাদিক রানা আইয়ুব। এই জীবনবাজী রাখা অনুসন্ধানের ফল “গুজরাট ফাইলস”। অনুসন্ধানের বিষয়বস্তু ছিল গুজরাট দাঙ্গা, সাজানো বন্দুকযুদ্ধে নিরীহ মুসলিমদেরকে নির্মমভাবে হত্যা এবং গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হরেন পান্ডিয়ার হত্যার রহস্য। প্রতি মুহূর্তে মৃত্যুর সমূহ সম্ভাবনা স্বত্বেও এই অনুসন্ধান অব্যাহত রেখে তিনি উদর ফুরে বের করে এনেছেন অসংখ্য বিস্ময়কর তথ্য । ২০০১-১০ সালের মধ্যে যে সব সরকারী আমলা ও পু্লিশরা গুজরাটে সর্বোচ্চ পদে ছিলেন, ছদ্মবেশে তাদের সাক্ষাৎকার নিয়েছেন রানা আইয়ুব। তাঁর অনুসন্ধান দেখিয়ে দিয়েছে কীভাবে মানবতার বিরুদ্ধে অপরাধে জড়িত থেকেছে গুজরাট রাজ্য প্রশাসনের কর্মকর্তারা। বইটি থেকে জানা যায় নরেন্দ্র মোদি এবং বর্তমানে বিজেপি-র সভাপতি অমিত শাহের হাড়-হিম-করা ভূমিকার কথা। আরো জানা যায় মোদী-অমিতের গুজরাট থেকে দিল্লির মসনদ অভিমুখী যাত্রা পথকে কীভাবে মসৃন করে তুলেছিল এসকল ঘটনা। তদন্ত কমিশনের সামনে যেসকল কর্মকর্তাদের স্মৃতিশক্তি লোপ পেয়েছিল, তাঁদের বক্তব্যেই উন্মোচিত হয়েছে এক নির্মম ও ভয়াবহ সত্য।
Dr. Asif Shufian Arnab –
রানা আইয়ুব একজন ভারতীয় সাংবাদিক। তিনি সর্বপ্রথম তেহেলকা নামক ম্যাগাজিনের সাথে যুক্ত ছিলেন। লেখিকা গ্লোবাল শাইনিং লাইট,মোস্ট রিজায়েন্ট গ্লোবাল জার্নালিস্ট পুরষ্কার অর্জন সহ নানাবিধ পুরষ্কার লাভ করেন।তেহেলকা ম্যাগাজিন ভারতের অনেক চাঞ্চল্যকর ঘটনা সবার সামনে নিয়ে আসে। ক্রিকেটে স্পষ্ট ফিক্সিং এর জন্য ভারতীয় কাপ্তান আজহার উদ্দিন, অজয় জাদেজার নিষিদ্ধের ঘটনার পুরু তদন্ত এই তেহেলকা ম্যাগাজিন করে। তাছাড়া জেসিকা লাল হত্যা মামলার গুরুত্বপূর্ণ তদন্তও এই ম্যাগাজিন করে। তেহেলকার এই তদন্ত এর উপর কেন্দ্র করে পরবর্তীতে No one killed jassica নামে একটি মুভি রিলিস হয়।